সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

সাপাহারে প্রান্তিক ক্ষুদ্র চাষীদের মাঝে প্রনোদনার সার ও বীজ বিতরণ

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে কৃষকের মাঝে রবি ২০১৭-১৮ ইং মৌসুমের প্রনোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৮৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন নওগাঁ-১ আসনের মাননীয় জাতীয় বাবু সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক প্রমুখ। এবারে উপজেলার ৮৭০ জন কৃষকের মধ্যে ৮২০ জন কৃষকের মাঝে ৪৫ কেজি সার ও ৫০০ টাকা এবং ৫০ জন কৃষকের মাঝে ৮২০ কেজি সার ও ১০০০ টাকা বিতরণ করা হয়।
এর আগে প্রধান অতিথি সাধন চন্দ্র মজুমদার এমপি উপজেলা পরিষদের অর্থায়নে সাব মার্সিবল ও পানির ট্যাংক সরবরাহের শুভ উদ্বাধন ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com