বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

সাপাহারে পশুর হাটে বসবে জাল টাকা শনাক্তকরণ বুথ

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সাপাহার থানা ও ব্যাংক কর্মকর্তাগণের উদ্যোগে জাল টাকা শনাক্তকরণ মেশিন থাকবে উপজেলার প্রতিটি হাটে হাটে।
প্রতিবছরের মতো এবারও সারাদেশের মতো সাপাহারে পশুর হাটে জাল টাকা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাপাহার থানা কতৃক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ্।
জানাগেছে, ঈদুল আজহার আগে কোরবানির পশুর হাটে বিপুল পরিমাণ নগদ টাকার লেনদেন হয়। সেখানে সুযোগ পেলেই প্রতারক চক্র জাল টাকা চালিয়ে দেয়।
এতে প্রতারিত ও নিঃস্ব হয় গ্রামের গরুর মালিক ও বিক্রেতারা। প্রতিবছর কোরবানির ঈদের আগে পশুর হাটগুলোতে এ ধরনের ঘটনা ঘটেও। তাই উপজেলার পশুর হাটগুলোতে জাল টাকা প্রতিরোধের পাশাপাশি পুলিশের টহল বাড়ানো হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, সাপাহার থানার ওসি তদন্ত মনির হোসেন,এসআই রইচউদ্দীন,সোনালী ব্যাংক সাপাহার শাখার কর্মকর্তা মিজানুর রহমান,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাপাহার শাখার কর্মকর্তা শওকত আলী,মার্কেন্টাইল ব্যাংক সাপাহার শাখার কর্মকর্তা মাহবুব মোর্শেদ,অগ্রণী ব্যাংক সাপাহার শাখার কর্মকর্তা আব্দুস সাত্তার,বাংলাদেশ কৃষি ব্যাংক সাপাহার শাখার কর্মকর্তা মনছুর রহমান প্রমুখ। এসময় সকল ব্যাংক কর্মকর্তা সহ সাংবাদিক বৃন্দু উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com