মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধি॥
নওগাঁর সাপাহার উপজেলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় রামরামপুর (জসাইপাড়া) খানকায়ে কাদেরিয়া বখশিয়া মোখতারীয়া শরীফ চত্বরে শিরন্টী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর জীবনীর উপর আলোকপাত করে বক্তব্য প্রদান করেন মাঃ বেলাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুল বারিক মাসটার,মাওলানা আমিনুল ইসলাম,মোজাম্মেল হক, মোবারক হোসেন, আব্দুল আজিজ,সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সারা মুসলিম উম্মার মাগফেরাত ও দোয়া কামনা করে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।