বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

সাপাহারে গোয়ালা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি॥ “সময়মত দেব কর, ইউনিয়ন হবে স্বনির্ভর” এই স্লোগানে নওগাঁর সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

২নং গোয়ালা ইউনয়ন পরিষদ হলরুমে রোববার বিকেলে আনুষ্ঠানিক ভাবে বাজেট ঘোষনা করেন ইউপি সচিব সাখাওয়াত হাবীব লিটন এবারে বাজেটে রাজস্ব আয় ৩৭ লক্ষ ১৭ হাজার ৯৩৪ টাকা, রাজস্ব ব্যয় ৩৬ লক্ষ ১৪ হাজার ১৩৪ টাকা ব্যয় এবং উন্নয়ন আয় ৪ কোটি ৪১ লক্ষ ২৫ হাজার ৩০০ টাকা, উন্নয়ন ব্যয় ৪ কোটি ৪১ লক্ষ ২৫ হাজার ৩০০ টাকা দেখানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান মুকুল এর সভাপতিত্বে বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামীলীগের সাপাহার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শামসুল আলম চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান প্রমুখ। এ সময় সেখানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com