মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি॥
নওগাঁর সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক ৩০৮২ জন কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরের সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় সাপাহার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে সার বীজ বিতরণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে মুটোফোনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন, উপজেলা কৃষি অফিসার মজিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম উদ্ভীদ সংরক্ষণ উপ-সহকারী আতাউর রহমান সেলিম প্রমুখ। উক্ত সার বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।