সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সাংবাদিকদের নিয়ে সাপাহারকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়- কল্যাণ চৌধুরী

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃঃ
নওগাঁর সাপাহার উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী বলেছেন, সৃষ্টিকর্তা সহায় থাকলে সাপাহার উপজেলার সাংবাদিক ও উপজেলাবাসীকে সাথে নিয়ে সকল উপজেলার সকল দপ্তরের দুর্নীতি মুক্ত করার সর্বাতœক চেষ্টা করে সাপাহারকে দুর্নীতি মুক্ত ও জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন।
২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে সাপাহার প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি কথাগুলি বলেন। এসময় তাঁর কথায় সকল সাংবাদিকগন উৎসাহিত হয়ে তাঁকে স্বাগত ও ধন্যবাদ জ্ঞাপন করেন। কল্যান চৌধুরী চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্চ উপজেলা হতে বদলী হয়ে সদ্য সাপাহার উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে ২২ফেব্রুয়ারী দায়ীত্বভার গ্রহণ করেন। এসময় সাপাহার প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন, সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক গোলাপ খন্দকার, সাংগঠনিক সম্পাদক শরিফ তালুকদার, আবুল হোসেন, নয়ন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে উপজেলা নির্বাহী অফিসার সকল ভাল কাজে সাংবাদিকদের অগ্রণী ভুমিকা ও সহযোগীতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com