বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সর্বকালের সর্বোচ্চ দামে স্বর্ণ, রুপার দামে রেকর্ড

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:: ইরানে চলমান উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নিয়ে উদ্বেগ বাড়ায় নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। এর প্রভাব পড়েছে মূল্যবান ধাতুগুলোর বাজারে।

বুধবার (১৪ জানুয়ারী) স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আর ইতিহাসে প্রথমবারের মতো রুপার দাম ৯০ ডলার ছাড়িয়েছে।

এদিন মার্কিন স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় এক শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৬২৭ দশমিক ৭২ ডলারে। আর লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৬৩৯ দশমিক ৪৮ ডলারে পৌঁছায়। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে ডেলিভারির জন্য স্বর্ণের ফিউচার মার্কেট ০.৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৬৩৬ ডলারে।

নেমো ডট মানির প্রধান বাজার বিশ্লেষক জেমি দত্ত বলেন, ভূরাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়া, বাজেট ঘিরে অনিশ্চয়তা এবং ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগ। এসব কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে।

মঙ্গলবার বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানরা এক বিরল যৌথ বিবৃতিতে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের প্রতি সমর্থন জানান। ট্রাম্প প্রশাসন তাকে ফৌজদারি মামলার হুমকি দেওয়ার পর এই সমর্থন আসে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের পদক্ষেপ ডলারসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সম্পদের ওপর আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জেমি দত্ত আরও বলেন, ইরানে চলমান বিক্ষোভ পরিস্থিতি ভূরাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে, যা সোনার বাজারে শক্তিশালী চাহিদা তৈরি করছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, ইরানের বিক্ষোভে এখন পর্যন্ত ২ হাজার ৫৭১ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকিও দেওয়া হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো মঙ্গলবার জানায়, ডিসেম্বরে দেশটির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) মাসভিত্তিক ০.২ শতাংশ ও বার্ষিক ২.৬ শতাংশ বেড়েছে। এর ফলে চলতি বছরে সুদের হার কমানোর প্রত্যাশা আরও জোরালো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফের ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের প্রতি ‘গুরুত্বপূর্ণ মাত্রায়’ সুদের হার কমানোর আহ্বান জানান।

বাজার বিশ্লেষকদের মতে, ব্যবসায়ীরা চলতি বছরে অন্তত দুই দফা সুদ কমানোর সম্ভাবনা ধরে নিচ্ছেন। সাধারণত সুদের হার কমলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বাড়ে।

এদিকে, স্পট মার্কেটে রুপার দাম একদিনে ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯০ দশমিক ৪৬ ডলারে দাঁড়ায়। দিনের একপর্যায়ে রুপার দাম রেকর্ড ৯১ দশমিক ৫৩ ডলারে পৌঁছালেও পরে কিছুটা কমে আসে। চলতি বছরের মাত্র ১৪ দিনের মধ্যেই রুপার দাম প্রায় ২৭ শতাংশ বেড়েছে।

জেমি দত্ত বলেন, দীর্ঘমেয়াদে স্বর্ণের লক্ষ্য ৫ হাজার ডলার এবং রুপার লক্ষ্য ১০০ ডলার এমন বড় সংখ্যাগুলো এখন বাজারে আলোচনায় রয়েছে।

অন্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট প্লাটিনামের দাম ৩.৫ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ২ হাজার ৪০৬ দশমিক ৭৫ ডলারে।

এর আগে এটি সপ্তাহের সর্বোচ্চ দামে পৌঁছায়। গত ২৯ ডিসেম্বর প্লাটিনামের দাম রেকর্ড ২ হাজার ৪৭৮ দশমিক ৫০ ডলারে উঠেছিল।

প্যালাডিয়ামের দাম সামান্য বেড়ে ০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রতি আউন্স ১ হাজার ৮৪০ দশমিক ১৯ ডলারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com