মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সরিষা ফুলের সৌন্দর্যে বিকেলের প্রকৃতি

নিজস্ব প্রতিবেদক: শীতের মৌসুম আসলেই সরিষা ফুলের কথা মনে পড়ে৷ গ্রামে মাঠের পর মাঠ জুড়ে শোভা পায় হলুদ সরিষা ফুল৷ যা শীতের বিকেলের প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তুলে৷ হলুদ সরিষা ফুলের ছবি তুলতে এসময়টা শহর থেকে গ্রামে আসে অনেকেই৷ যা অনেকের মনের খোঁড়াক হিসেবে মানিয়ে নেয় ছবি প্রেমিরা৷

রাজধানীর পাশে ঢাকার দিকে নবাবগঞ্জের পশ্চিম অঞ্চলে মাঠে চোখ পড়লেই দেখা মিলে হলুদ সরিষা ফুলের রাজ্য। এমন দৃশ্য যেমন প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে৷ অন্যদিকে মানুষের মনকে আর সতেজ ও সুন্দর করে তুলে৷

বিকেলবেলা যখন আকাশে কুয়াশা পড়ার ছায়া নেমে আসে৷ ঠিক তখনই সন্ধ্যার আগ মুহুর্তে সরিষা ফুলের উপর কুয়াশা পড়তে থাকে৷ এমন দৃশ্যকে মানিয়ে তুলে গ্রামের রূপরেখায়। যা দেখে মায়াবী হয়ে উঠে পুরো গ্রাম৷

ছবিটি ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী আলালপুর এলাকা থেকে তুলেছেন মারিয়া জুলি । 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com