সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১০ বছর মেয়াদি শরীয়াহভিত্তিক সুকুক ইস্যু করা হচ্ছে। এই বিনিয়োগের বিপরীতে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ হারে মুনাফা পাবে সম্মিলিত ইসলামী ব্যাংক।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, গত ৭ ও ৮ জানুয়ারি ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্যরা ইজারা পদ্ধতিতে সুকুক ইস্যুর বিষয়ে সর্বসম্মত মত দেন। এই সুকুকের ভিত্তি হিসেবে সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদফতরের সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের কয়েকটি নির্দিষ্ট ট্রেন সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরকারের এই ১০ হাজার কোটি টাকা ঋণ গ্রহণের কথা রয়েছে।

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, সুকুক ইস্যুর মাধ্যমে সরকার একদিকে যেমন উন্নয়ন প্রকল্পে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করতে পারবে, অন্যদিকে সুদবিহীন বা ইসলামী পদ্ধতিতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে এটি ইসলামী ব্যাংকিং খাতের জন্য একটি নিরাপদ ও লাভজনক বিনিয়োগ ক্ষেত্র হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, সম্মিলিত ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত শরীয়াহভিত্তিক বাণিজ্যিক ব্যাংক। ২০২৫ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে ব্যাংকটির যাত্রা শুরু হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে এই ব্যাংকটি গঠিত হয়। গ্রাহক সংখ্যা ও মূলধনের দিক থেকে এটি বর্তমানে বাংলাদেশের বৃহত্তম ইসলামী ব্যাংক হিসেবে বিবেচিত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com