বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

সরকারি কর্মচারীদের ১০ ও সংবাদকর্মীদের ৫ দিনের ছুটি শুরু

সরকারি কর্মচারীদের ১০ ও সংবাদকর্মীদের ৫ দিনের ছুটি শুরু

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আসন্ন ঈদুল আজহা বা কোরবানীর ঈদ উপলক্ষে বুধবার (৪ জুন) ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। এ উপলক্ষে দেশের সব গণমাধ্যমেও গতকাল ছিল শেষ কর্মদিবস।

বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হয়েছে সংবাদকর্মীদের জন্য পাঁচ দিন আর সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য টানা ১০ দিনের ঈদের ছুটি।

দেশের সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব গণমাধ্যমের ঈদের ছুটি শেষ হবে ৯ জুন আর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ছুটি শেষ হবে ১৪ জুন। ঈদ উপলক্ষে সংবাদকর্মীরা টানা পাঁচ দিন আর টানা ১০ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে সরকারি অফিস ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়।

নির্বাহী আদেশে দুদিন ছুটির ফলে আসন্ন ঈদুল আজহায় সবমিলিয়ে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ৭ মে ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। সে অনুযায়ী দুই শনিবার অফিস খোলা ছিল।

আজ থেকে বন্ধ হয়েছে সরকারি অফিস। ছুটি শেষে আগামী ১৫ জুন আবারও এসব অফিস চালু হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com