বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
এম রায়হান উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধিঃ জুলাই বিপ্লবের চেতনায় গড়ে তুলুন বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ৫আগস্ট পালিয়ে যাওয়া হাসিনার পতন দিবস উপলক্ষে সমিতির হাট ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত রেলিটি সমিতির হাট ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু করে সমিতিরহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পথ পদক্ষিণ করে সমিতিরহাট ইউনিয়ন পরিষদের চৌ-রাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সংক্ষিপ্ত সমাবেশে সমিতিরহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইনের সভাপতিত্বে সমিতিরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব মো জহির আজম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল আলম মেম্বার, ধর্মপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন, সহ সভাপতি-মোহাম্মদ শাহ আলম, সহ সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াকুব, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মিয়া জসিম, প্রচার সম্পাদক মোহাম্মদ খোরশেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সালে জহুর, যুব বিষয়ক সম্পাদক ওসমান গনি রাশেদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রুবেল দাস, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন,
ক্ষুদ্রঋণ ও সমবায়ক বিষয়ক সম্পাদক মোঃ আক্তার সওদাগর, স্থায়ী সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউনুস, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাগীর হোসাইন, সহ দপ্তর সম্পাদক খোরশেদুল আলম কোম্পানি, সমিতিরহাট ইউনিয়ন যুবদলের সি:যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সাগর এর নেতৃত্বে যুবদলের ইউনিট। ইউনিয়ন ছাত্রদলের সি: সহ-সভাপতি মোহাম্মদ হাসান, সদস্য ইফতি ,সাইমন,রবি,রিমন, সাইফুল, কাউছার, গিয়াস, আকাশ,রিজুয়ান, রমজান, প্রমূখ।