শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শ্রীনগর বাজার শাখার সোনালী ব্যাংকের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা চত্বরে এ ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মুন্সীগঞ্জ জেলা ডিজিএম শান্তুনু গাঙ্গুলী, শ্রীনগর শাখার ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান, ২য় কর্মকর্তা মোঃ সাহাদাত হোসেন, শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৫০টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে চাল ৮ কেজী, ডাল ১ কেজী, তেল ১ লিটার, লবন ১ কেজী, পিয়াজ ১ কেজী, চিড়া ১ কেজী, আলু ১ কেজী, দিয়াসলাই ১ প্যাকেট বিতরণ করা হয়।