শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ রুহুল আমিন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কেয়টখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক মোঃ রুহুল আমিন (৩৫) এ ঘটনায় শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, উপজেলার কেয়টখালী গ্রামের রুহুল আমিনদের জায়গায় একই গ্রামের মকদম হাওলাদার (৫০), জুলহাস হাওলাদার(৫৫), মোঃ রুবেল সহ বেশ কয়েকজন মিলে জোরপুর্বক মাটি ভরাট করতে আসলে পরিবারের লোকজন তাদেকে বাধা প্রদান করে। এ খবর পেয়ে রুহুল আমিন বাড়িতে এসে তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা তার উপর দেশীয় অস্ত্র নিয়ে আর্তকিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে এলাবাসি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে।
এব্যাপারে শ্রীনগর থানার ওসি(তদন্ত) মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেওয়া হবে।