শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শ্রীনগরে মুক্তিযোদ্ধা ও ঘোড়াঘাট উপজেলা অফিসারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::

শ্রীনগরে মুক্তিযোদ্ধার উপর মাদক ব্যবসায়ী ও ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী অফিসারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এই কর্মসূচী পালিত হয়। শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এই কর্মসূচীর আয়োজন করে।

মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় গত ১৩ সেপ্টেম্বর শ্রীনগর উপজেলার বাড়ৈখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাজিম তালুকদার (৭০) ও তার পরিবারের ৬ জনের উপর হামলা চালায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা। এঘটনায় নাজিম তালুকদার শ্রীনগর থানায় অভিযোগ করায় মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে পরদিন ২য় দফায় তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। গত ২ মাস আগে বাড়ৈখালী হাসপাতাল মাঠে একটি মাদক বেিরাধী সভায় ওই বক্তব্যের ধারনকৃত ভিডিও সামাজকি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই বক্তব্যে নাজিম তালুকদার এলাকার মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করেছিলেন। এর সূত্রধরেই তিনি ও তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, সমাজ সেবা অফিসার মাহফুজা পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন খাঁন, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ ইকবাল হোসেন মাস্টার, মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, মোশার হোসেন, গাজী আঃ লতিফ, আনিছুল ইসলাম তালুকদার, আঃ খালেক সহ উপজেলার মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com