শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

শ্রীনগরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী

মো: রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য এক র‍্যালী বের হয়েছে। বুধবার বিকেলে শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শ্রীনগর পাইলট স্কুল মাঠ থেকে র‍্যালীটি বের হয়ে বাইপাস এলাকায় এসে শেষ হয়।

র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় অন্যান্যদের মাঝে র‍্যালীতে অংশগ্রহণ করেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম পার্থ, সদস্য রাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজীন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ অরুণ, উপজেলা জাসাস এর সভাপতি শফিউল আলম আজম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান সাগর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com