শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে বন্যার পানিতে ৫২ টি গ্রামের প্রায় ৯ হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন নদ-নদীর মতো পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শ্রীনগর উপজেলা বন্যা পরিস্থিত আরো অবনতি হয়েছে।
উপজেলার ভাগ্যকুল, বাঘড়া, রাঢ়ীখাল, শ্যামসিদ্ধি ও কোলাপাড়া, ষোলঘর, শ্রীনগর সদর, পাটাভোগ, কুকুটিয়া ও আটপাড়া ইউনিয়নের ৫২ টি গ্রামের প্রায় ৯ হাজার পরিবার পানি বন্দি হয়ে পরেছে। এছাড়া অন্যান্য ইউনিয়নও বন্যার পানিতে প্লাবিত হতে শুরু করেছে। বন্যার পানিতে গ্রাম গুলোর অধিকাংশ কাঁচা ও পাকা সড়ক গুলো পানিতে তলিয়ে গেছে। আর এসব সড়কের কোথাও হাটু পর্যন্ত, আবার কোথাও তার চেয়ে বেশী পানি রয়েছে। বন্যার পানি থেকে বাচঁতে কেউ কেউ নিজের বাড়িতে উচুমাচা করে, আবার কেউ নিকট আত্বীয়-স্বজনের বাড়িতে ও আশ্রয়ন প্রকল্পে আশ্রয় নিয়েছেন।
বন্যায় ঢাকা-দোহার সড়কের কয়কীর্ত্তণ, আলামিনসহ কয়েকটি স্থানে পানির প্রবল স্রোতে সড়কের ক্ষতিসহ ঝুকি নিয়ে চলছে যানবাহন। পানি বন্দিদের সহযোগীতার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলার ৬ টি ইউনিয়নের জন্য এ পর্যন্ত ১২ টি আশ্রয়ন প্রকল্প খোলা হয়েছে। এছাড়া ২০ মেট্রিকটন চাল ও ৫’শত পরিবারের মাঝে শুকনো খাবার দেয়া হয়েছে। খুব শিঘ্রই আরো ১০ মেট্রিকটন চাল ও ২’শত পরিবারের মাঝে শুকনো খাবার দেয়া হবে।