শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্য়িকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলার তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে তন্তর বাজারে এ কর্মসুচি পালিত হয়। তন্তর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান লন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক দুলালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম আহমেদ ভ’ইয়া, আবুল কালাম আজাদ ডালু, প্রচার সম্পাদক আবু হনিফা নোমান, তন্তর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, শ্রমীকলীগের সভাপতি জাহাঙ্গির আলম জিকু, তন্তর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ডাঃ রুহুল আমীন, আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঃ হাই সিকদার, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির শেখ, উপজেলা যুবলীগের সদস্য মোঃ সোহেল রাজ, স্বপন শেখ, আঃ কুদ্দুস মেম্বার, আলমগীর মেম্বার, মোতালেব হোসেন মেম্বার, আঃ করিম, আসলাম মেম্বার, সুলতানা পারভীন মেম্বার, কামরুন নাহার মেম্বার প্রমুখ।