শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে ৭৭ বোতলফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে শ্রীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাকবাংলো মার্কেটের পূর্ব পাশে ফেন্সিডিলের চালান হাত বদল করার সময় আটপাড়া গ্রামের কামাল শেখকে হাতে নাতে আটক করে।
শ্রীনগর থানার এসআই সাদেক জানান, এ সময় বেজগাঁও গ্রামের মহিউদ্দিন মানিক নামে আরেক মাদক ব্যবসায়ী মার্কেটের ছাদ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। আটককৃত কামাল উপজেলার পশ্চিম আটপাড়া গ্রামের মৃত শেখ ইউসুফ আলীর ছেলে।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদক ব্যাবসায়ী কামালের জবানবন্দি অনুযায়ী মহিউদ্দিন মানিকসহ বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।