শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শ্রীনগরে প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে প্রেমে ব্যর্থ হয়ে উৎসব (২০) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মনপাইকশা গ্রামের একটি পুকুর পাড়ের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ পুলিশ উদ্ধার করে।

এইচএসসি পরীক্ষার্থী উৎসব ব্রাহ্মনপাইকশা গ্রামে তার নানি বাড়িতে থেকে সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট কলেজে লেখা পড়া করতো। উৎসব ময়মনসিংহ সদরের আতিকুর রহমান করিমের পুত্র।

স্থানীয়রা জানায়, মসজিদ বাড়ির পুকুর পাড়ে একটি গাছে দড়িতে গলা বাঁধা ঝুলন্ত অবস্থায় উৎসবের দেহ ঝুলতে দেখতে পেয়ে শ্রীনগর থানায় খবর দেয়। পরে শ্রীনগর থানার ওসি তদন্ত হেলালউদ্দিন ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন। স্থানীয়রা আরো জানায়, একই গ্রামের কলেজ পড়ুয়া এক মেয়ের সাথে উৎসবের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে গেলে সে অনেকটা ভেঙ্গে পড়ে।

এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com