শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::
শ্রীনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও তা গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারন করায় লোকমান হোসেন (৩২) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার ভোরে শ্রীনগর উপজেলার পূর্ব বাঘড়া গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আমীর আলী চোকদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, একই গ্রামের প্রতিবেশী সৌদী আরব প্রবাসীর স্ত্রী (২৫) কে বাড়ীতে একলা পেয়ে গত ৩ মাস পুর্বে লোকমান ধর্ষণ করে ও তা মোবাইল ফোনে ভিডিও ধারন করে। পরে ওই ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে লম্পট লোকমান ওই গৃহবধুকে একাধিকবার ধর্ষণ করে। সম্প্রতি গৃহবধুর স্বামী বিদেশ থেকে আসলে ঘটনাটি জানাজানি হয়। গত মঙ্গলবার ভিকটিমের স্বামী বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এস আই আবুল কালামের নেতৃত্বে পুলিশ ধর্ষক লোকমানকে গ্রেফতার করে।
এস আই কালাম জানায়, আসামী লোকমান বিবাহিত সে গত ৫ মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে আসে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো: হেদায়েতুল ইসলাম ভুইয়া জানায়, আসামী লোকমান গৃহবধুকে ধর্ষণ ও তা ভিডিও ধারন কারে ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ছিল, তার বিরুদ্ধে মামলা হয়েছে। কোর্টে প্রেরনের প্রস্তুতি চলছে।