শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জন্মদিন উপলক্ষে কেককাটা হয়।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম ভূইয়া ও আবুল কালাম আজাদ ডালু, সাংগঠনিক সম্পাদক জিএস নাজির হোসেন ও শফিকুল ইসলাম মামুন, ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক সিকদার নিশাদ, হারুণ অর রশিদ, আবু হানিফা নোমান প্রমুখ।