মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়ন সোন্ধারদিয়া বাজারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় শ্রীনগর উপজেলায় তন্তর ইউনিয়নের সোন্ধারদিয়া বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন সহ শ্রীনগর উপজেলা বিএনপি ও অংগসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয় মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আরিফুল হক মনু কাজির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, নারীদের উন্নয়নের জন্য বিএনপি ফ্যামিলি কার্ড দিবে, তাই বিএনপি ক্ষমতায় আসলে আর কোন নারীদের প্রতি বৈষম্য হবে না। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি মা-বোন সরকারি সুযোগ সুবিধা পাবে, আপনারা সবাই সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তাকে যেনো আল্লাহ তায়ালা জান্নাত দান করেন।

এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন৷

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com