শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের কুশবাড়িয়া গ্রামে প্রতিবেশীর বাড়ির আগুন নেভাতে গিয়ে জাহিদ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জাহিদ হোসেন ওই গ্রামের রোকন উদ্দিন খানের ছেলে।
শৈলকুপা থানার ওসি আয়ুবুর রহমান জানান, সন্ধ্যায় জাহিদের পাশের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় জাহিদসহ কয়েকজন আগুন নেভাতে যায়। আগুন ধরে ওই প্রতিবেশীর টিনের ঘর বিদ্যুতায়িত হয়। এসময় জাহিদ ঘরটি ভেঙ্গে দেওয়ার সময় টিনে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।