শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

শেয়ার বাজারে ধসে কিছুই আসে যায় না: ট্রাম্প

শেয়ার বাজারে ধসে কিছুই আসে যায় না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: মার্কিন যুক্তরাষ্ট্র অধিক হারে শুল্ক আরোপ করায় বিশ্বজুড়ে ধস নেমেছে শেয়ার বাজারে। এটিকে ‘কার্যকরী ওষুধ’ হিসেবে উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, শেয়ার বাজারে ধসের ঘটনায় তার কিছুই আসে যায় না।

ট্রাম্প সাফ জানিয়েছে দিয়েছেন, চীন ও ইউরোপসহ অন্যান্য দেশ বাণিজ্য ঘাটতি কমানোর আলোচনায় একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্ক হার অব্যাহত থাকবে। তিনি বলেন, আমি চাই না কোনো কিছুতে ধস নামুক। তবে মাঝেমধ্যে কিছু জিনিস ঠিক করার জন্য ওষুধ নিতে হয়।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সমস্যা ঠিক করতে হলে মাঝেমাধ্যে আমাদের ওষুধ খেতে হয়। আর বর্তমান পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমস্যা সমাধানের ওষুধ হলো এই ট্যারিফ (শুল্কহার)। যুক্তরাষ্ট্রের ভালোর জন্যই ট্যারিফ আরোপ করা হয়েছে বলে জানান তিনি।

ট্রাম্প আরও বলেন, চীন ও ইউরোপ মার্কিন পণ্য কম কেনে। ফলে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি আছে। অপরদিকে শুল্কারোপ নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও শর্ত জুড়ে দেন বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ বৃদ্ধি করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com