মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে জয়পাড়া কলেজের শিক্ষকদের ক্লাস বর্জন

জয়পাড়া কলেজের শিক্ষক ও কর্মচারীরা ক্লাস বর্জনের কর্মসূচিকে সফল করতে অংশ নেয়।

নিজস্ব প্রতিবেদক:: শিক্ষকের প্রতি এমন আচরণ আমাদের সমাজের নৈতিকতাকেই প্রশ্নবিদ্ধ করে। চোখে মুখে ক্ষোভ আর বেদনার প্রতিচ্ছবি নিয়ে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পাড়া কলেজের শিক্ষক ও কর্মচারীরা ক্লাস বর্জনের কর্মসূচিকে সফল করতে অংশ নেয়।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জয়পাড়া কলেজ চত্বরে তারা এ কর্মসূচী পালন করে।

সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে আন্দোলনরত অবস্থায় রাজধানীতে শিক্ষক নেতৃবৃন্দের ওপর পুলিশি লাঠিচার্জ হয়। ওই ঘটনার প্রতিবাদে দোহারের জয়পাড়া ডিগ্রি কলেজ ও মালিকান্দা মেঘুলা কলেজ শিক্ষক কর্মচারী আজ দেশব্যাপী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস বর্জন করেছেন।

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিতি, করিডোরে নীরবতা এবং শিক্ষকদের চোখে মুখে ক্ষোভের ছাপ সব মিলিয়ে আজ জয়পাড়া কলেজ যেন এক শোকাবহ প্রতিবাদের মঞ্চ হয়ে উঠে।

জয়পাড়া কলেজের একজন জ্যেষ্ঠ শিক্ষক বলেন, “আমরা চক দিয়ে জাতি গড়ি, কিন্তু আজ সেই হাতেই পড়েছে হাতকড়া, পিঠে ও শরীরে পড়েছে লাঠি। এটা শুধু আমাদের অপমান নয়, এটা গোটা জাতির লজ্জা। কোনো সভ্য সমাজে এমন বিবেক বর্জিত আচরণ কল্পনাও করা যায় না। শিক্ষার্থীরাও এই অবস্থায় মর্মাহত।

জয়পাড়া কলেজের শিক্ষক ও কর্মচারীদের ক্লাস বর্জন

কলেজের একজন এইচএসসি শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের শ্রদ্ধা করি। যারা আমাদের মানুষ হতে শেখান, তাঁদের এভাবে লাঞ্ছিত হতে দেখাটা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে।

শিক্ষকরা জানান, সরকারের পক্ষ থেকে যৌক্তিক দাবি মেনে নিয়ে শিক্ষক সমাজের মর্যাদা ফিরিয়ে না আনা পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন। তাঁরা বলেন, আজকের এই ক্লাস বর্জন শুধু একটি কলেজের প্রতিবাদ নয়। এটি দেশের প্রতিটি সচেতন মানুষের আত্মার আর্তনাদ। জয়পাড়া কলেজের এই প্রতিবাদ শুধু একজন শিক্ষক বা একটি প্রতিষ্ঠানের লড়াই নয়, এটি গোটা শিক্ষক সমাজের আত্মমর্যাদা রক্ষার লড়াই। এদিকে দোহারে মালিকান্দা মেঘুলা কলেজ একই কর্মসূচী পালন করে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com