মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
মোঃ আশিকুর সরকার (রাব্বি), রংপুর সংবাদদাতা ॥
কুড়িগ্রাম, রাজারহাট: আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই উৎসবকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান। এছাড়াও রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল আলম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক, সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, রাজারহাট উপজেলার মোট ১২৩টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেবে উপজেলা প্রশাসন। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ এবং স্বেচ্ছাসেবক সদস্যরা সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। এছাড়া, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হয়েছে।
উপস্থিত সকলে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।