বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
শরীয়তপুর প্রতিনিধি::: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ডোবা থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যা ৭ টার দিকে সখিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আশ্রাফ আলী বেপারি কান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনার খবর পেয়ে ভেদরগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার শিখর পাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন বাসিন্দা গফুর ঢালীর বাড়ির পাশে একটি ডোবায় লাশটি ভাসতে দেখে থানায় খবর দেন। পরে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে সন্ধ্যা ৭ টায় লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া তরুণীর বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
সখিপুর থানার ওসি জানান, লাশটি আংশিক পচে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫ থেকে ৭ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য সকালে লাশটি শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পরিচয় শনাক্তের জন্য আশেপাশের থানাগুলোতে খোঁজ নেওয়া হবে এবং স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে।