শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শরীয়তপুরের জাজিরায় শক্তিশালী বোমা বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু

 নাসির খান, (শরীয়তপুর) প্রতিনিধি ॥
শরীয়তপুরের জাজিরা থানাধীন চেরাগ আলী বেপারী কান্দি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নবী হোসেন (২২) নামে আরও একজন মারা গেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন বিকেল সাড়ে ৪টার দিকে মারা যায় সে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে নয়ন হোসেন (২৫) নামে আরও একজন।

নবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার মুখ ও দুই হাতে গুরুতর জখম ছিল।

স্বজনরা জানান, নিহত নবী হোসেনের বাবার নাম রহিম সরদার। পেশায় ওয়েল্ডিং মিস্ত্রী সে। আর চিকিৎসাধীন নয়ন হোসেনের (২৫) বাবার নাম জয়নাল। তাদের দুজনের বাড়ি একই গ্রামে।

এর আগে, বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামের এক যুবক নিহত হন। পুলিশের ধারণা, ককটেল বানানো অথবা ঘরে থাকা সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এমন ঘটনা ঘটতে পারে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মুলাই বেপারী কান্দির সাগর বেপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সাগর বেপারীর বাড়ির পাশের একটি রসুন ক্ষেতে সোহান বেপারী নামে এক যুবকের মরদেহ দেখতে পায়। বিস্ফোরণের আঘাতে সাগর বেপারীর টিনের ঘর তছনছ হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com