সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শত্রুর কাছে নত হবো না, ট্রাম্পের হুমকির জবাবে খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি:রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ইরানে চলমান বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে কঠোর অবস্থানের কথা জানালেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শনিবার (৩ জানুয়ারি) প্রচারিত এক বক্তব্যে তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র শত্রুর কাছে নত হবে না ও যারা সহিংসতায় জড়িত, তাদের যথাস্থানে রাখা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মুদ্রাস্ফীতির চাপ ও রিয়ালের দরপতনে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকেই সাম্প্রতিক এই বিক্ষোভের সূত্রপাত। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বিক্ষোভে এখন পর্যন্ত ১০ জনের বেশি নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম তিনজনের মৃত্যুর কথা স্বীকার করেছে। কুর্দি মানবাধিকার সংগঠন হেংগাও শুক্রবার রাতে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ১৩৩ জনকে গ্রেপ্তার করা হয় যা আগের দিনের তুলনায় ৭৭ জন বেশি।

মুদ্রার দরপতন নিয়ে খামেনি বলেছেন, বাজারের ব্যবসায়ীরা ঠিকই বলছেন। এই পরিস্থিতিতে ব্যবসা করা সম্ভব নয়, এ কথা বলা তাদের অধিকার। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা হবে, কিন্তু দাঙ্গাকারীদের সঙ্গে কথা বলার কোনও অর্থ নেই।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ,সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দক্ষিণ ও পশ্চিম ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভের দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে, যদিও এসব ভিডিও তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। এক ভিডিওতে বিক্ষোভকারীদের অন্যদের রাস্তায় নামার আহ্বান জানাতে দেখা গেছে।

সম্প্রতি ট্রাম্প ইরান প্রসঙ্গে বলেছিলেন, ইরান সহিংসভাবে বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে প্রস্তুত রয়েছে। তবে ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। এই সম্ভাব্য পদক্ষেপের হুমকি ইরানের নেতাদের ওপর চাপ আরও বাড়িয়েছে। ফলে নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের অর্থনীতি সংকুচিত হচ্ছে ও সরকার কিছু অঞ্চলে পানি ও বিদ্যুৎ সরবারহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com