বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
নড়াইল প্রতিনিধি::
নড়াইলের লোহাগড়ায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির অভিযোগে মুসলিম সুইটস নামের এক মিষ্টির দোকন মালিক মো: নাসির উদ্দিনকে বিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাখি ব্যানার্জী।
গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় প্রতিষ্ঠানটি’র এড়েন্দা চৌরাস্তা সংলগ্ন কারখানায় গিয়ে দেখা যায় মিষ্টি তৈরির উপকরণের উপর মাছিসহ পোকামাকড় পড়ে আছে। দীর্ঘ দুই বছর ধরে লোক চক্ষুর অন্তরালে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মিষ্টি তৈরির কারখানাটি বন্ধের দাবি জানান এলাকাবাসী।