বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
নড়াইল প্রতিনিধি::
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বিরোধপূর্ণ চালিঘাট গ্রাম থেকে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী রফিকুল ইসলাম ওরফে রফিককে (৩২) আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
তাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ মার্চ) গভীর রাতে লোহাগড়া থানার এসআই মাহফুজুল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কাশিপুর ইউনিয়নের বিরোধপূর্ণ পার-চালিঘাট এলাকা থেকে ৩টি রাম দাসহ দুর্ধর্ষ সন্ত্রাসী রফিকুল ইসলাম ওরফে রফিককে আটক করা হয়। আটক রফিক চালিঘাট গ্রামের সাবেক মেম্বার সাইফুর রহমান ওরফে সাইফারের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানার একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামিকে মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।