বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
নড়াইল প্রতিনিধি::
নড়াইলে লোহাগড়ায় আধ্যাত্মিক সাধক দেওয়ান শাহ্ ফয়জুল্লাহ (রঃ) ৫৫তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে দেওয়ান শাহ্ ফয়জুল্লাহ (রঃ) এতিমখানা ও দরগা শরীফে পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর আয়োজনে ও দেওয়ান শাহ্ ফয়জুল্লাহ এতিমখানা লিল্লাহ্ বোডিং মাদ্রাসার সুপার ও খতিব হাফেজ মাওলানা শরীফ আরিফুজ্জামান হিলালীর সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সদস্য লুৎফর রহমান, আনোয়ার হোসেন, হিরু শেখ, তৌহিদুর রহমান, শরিফুল মোল্যা, আঃ ছাত্তার শেখ, তবী শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।