মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

লোহাগড়ায় ট্রাক্টরের ধাক্কায় কিশোরী নিহত

Exif_JPEG_420

নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়ায় চর কালনার নির্মাণাধীন রেল প্রকল্প এলাকায় ট্রাক্টরের ধাক্কায় এক কিশোরীর মৃত্যু হয়েছে।

নিহত জান্নাতি খানম (১০) চর কালনা গ্রামের সিরাজ মুন্সীর মেয়ে এবং সে চর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চর কালনার রেল প্রকল্প কাজে নিয়োজিত একটি ট্রাক্টরের ধাক্কায় কিশোরী জান্নাতি খানম ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এ সময় ট্রাক্টরের চালক চরবগজুড়ি গ্রামের মনিরুল ইসলামের ছেলে নয়ন (১৭) ট্রাক্টর ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নসির উদ্দিন সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com