বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

লালমনিরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি।। ‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী প্রায় চার শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনের (পুরাতন) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ যোগদান সম্পন্ন হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এসময় তিনি ছাত্রদলে নতুন যোগদানকারী শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। বৈষম্যহীন, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। তোমাদের এই যোগদান প্রমাণ করে, তরুণ প্রজন্ম দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক আন্দোলনে শামিল হতে প্রস্তুত। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও স্বপ্ন পূরণের সংগ্রামে পাশে থাকবে।

তিনি বলেন, দেশের গণতন্ত্র আজ ভয়াবহ সংকটে। শিক্ষার্থীদের ওপর অন্যায়, বৈষম্য ও দমন-পীড়ন চালিয়ে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, ছাত্রসমাজ কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি দেশের মেধাবী, সৎ ও আদর্শবান তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম। তোমাদের এই যোগদান প্রমাণ করে, তরুণ প্রজন্ম এখন পরিবর্তনের অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে চায়।


‎তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, সুশিক্ষিত ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। ছাত্রদলের পতাকা তোমাদের হাতে আজ শক্তি ও সাহসের প্রতীক হয়ে থাকবে। তোমরা ন্যায়, সত্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে।

‎ছাত্রদলে যোনদানকারী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সালওয়া হাবিব ধ্রুব, আজমাইল সাদিক রুপক, মাইনুল ইসলাম, সায়েম আদনান, মাহিয়ান দ্বীন ও কামরুজ্জামান সুমন।

‎নতুন যোগদানকারী শিক্ষার্থীরা জানান, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্রদলের সাথে যুক্ত হয়ে তারা আরও অনুপ্রাণিত ও সাহসী বোধ করছেন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ছাদেকুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com