রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

লালমনিরহাটে আকস্মিক ঝড়ে শতাধিক কাঁচা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত, টিনের আঘাতে আহত ৩

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি।। ‎লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের আকস্মিক ঝড়ে শতাধিক কাঁচা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের কবলে টিনের ঘর, বিভিন্ন গাছপালা ভেঙে পড়েছে। ঘরবাড়ি হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ সময় টিন ও ইটের আঘাতে ৩ জন আহত হয়েছেন।

‎রোববার (৫ অক্টোবর) সকালের দিকে কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের কয়েকটি গ্রামে আকস্মিক ঝড়ে এসব ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।

‎এ সময় ঝড়ে উড়ে আসা টিনের আঘাতে বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬) নামে তিন ব্যক্তি আহত হন। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শাহিনুর রহমান বলেন, মাঝারি বৃষ্টি চলাকালীন আকস্মিক ঝড়ের কারণে টিনশেড ঘর, আধা পাকা বিল্ডিং, ঘরবাড়ি ও গোডাউন ভেঙে গেছে। ঝড়টি অল্প সময় স্থায়ী থাকলেও মুহুর্তের মধ্যেই সব লন্ডভন্ড হয়ে যায়। আরও বেশিক্ষণ থাকলে ক্ষতিগ্রস্তের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেত বলে ধারণা করেন তিনি।

‎এ বিষয়ে ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।

‎কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. জাকিয়া খাতুন বলেন, ঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর তিনি শুনেছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত টিম পাঠিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com