বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়দের জন্য এডিবি’র ৫৮.৬ মিলিয়ন ডলার অনুদান

অনলাইন ডেস্ক:: রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের আশ্রয়দাতা কক্সবাজারের স্থানীয়দের জন্য মৌলিক অবকাঠামো ও জরুরি সেবা উন্নয়নে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫৮.৬ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান এবং ২৮.১ মিলিয়ন ডলারের স্বল্পসুদে ঋণের চুক্তি স্বাক্ষর করেছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং নিজ নিজ পক্ষ থেকে চুক্তিতে সই করেন।

এডিবি জানায়, নতুন এই সহায়তা কক্সবাজার ও ভাসান চর এলাকায় বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য অবকাঠামো উন্নয়ন, পানি ও স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্য, সড়ক ও সেতু, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিতে ব্যবহার করা হবে।

এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেন, রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর স্থিতিশীলতা ও জীবিকা নির্বাহের সুযোগ জোরদারে বাংলাদেশকে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে দুই সম্প্রদায়ের মধ্যে সামাজিক সংহতি বৃদ্ধি পাবে।

তিনি আরও জানান, এডিবি ২০১৮ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে ১৭১.৪ মিলিয়ন ডলারের অনুদান ও ঋণ দিয়েছে।

‘ইন্টিগ্রেটেড সার্ভিসেস অ্যান্ড লাইভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফ্রম মিয়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিজ ইমপ্রুভমেন্ট’ প্রকল্পের আওতায়-

১। কক্সবাজারে সোলার স্ট্রিটলাইট স্থাপন। ২। ভাসান চরে পয়োনিষ্কাশন ব্যবস্থা পুনঃস্থাপন। ৩। রান্নার জন্য বায়োগ্যাস উৎপাদন সমৃদ্ধকরণ। ৪। প্রাকৃতিক সমাধানে ড্রেনেজ খাল পুনঃস্থাপন। ৫। নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য খাদ্য বিতরণ কেন্দ্র নির্মাণ। ৬। হাতিয়ায় বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ। ৭। কক্সবাজারের ৯টি উপজেলায় মিনিপাইপড পানি সরবরাহ ব্যবস্থা চালু। ৮। উখিয়া ও পালংখালীতে ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার ও ট্রান্সমিশন পাইপলাইন নির্মাণ। ৯। সড়ক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে।

উল্লেখ্য, বর্তমানে কক্সবাজারের ৩৩টি শিবিরে প্রায় ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, যাদের মধ্যে প্রায় ৭৫ শতাংশ নারী ও শিশু। এছাড়া নোয়াখালীর ভাসান চরে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি রোহিঙ্গা স্থানান্তরিত হয়েছে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি বর্তমানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫০টি দেশসহ মোট ৬৯টি সদস্য নিয়ে কাজ করছে। সংস্থাটি অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও টেকসই প্রবৃদ্ধিতে সহযোগিতা দিয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com