শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানালো আরব অ্যাস্ট্রোনমি সোসাইটি

আন্তর্জাতিক ডেস্ক, একুশের:: সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাথমিক হিসাব অনুযায়ী ২০২৬ সালের বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। অর্থাৎ আজ থেকে রমজান শুরু হতে বাকি মাত্র ১৩৯ দিন।

সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এক বিবৃতিতে জানান, রমজানের সূচনার জন্য নতুন চাঁদ উদিত হবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ১ মিনিটে (আমিরাত সময়)। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পর চাঁদ অস্ত যাবে, ফলে ঐ সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না। তাই রমজান শুরু হবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)—এমনটাই অনুমান করা হচ্ছে।

তিনি বলেন, রমজান মাসের চূড়ান্ত ঘোষণা অবশ্যই চাঁদ দেখার কমিটির আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

ইব্রাহিম আল জারওয়ানের তথ্যমতে, রমজানের শুরুতে আবুধাবিতে রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষে বেড়ে দাঁড়াবে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। এসময় দিনের দৈর্ঘ্যও বাড়বে ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিট পর্যন্ত। আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাসে বলা হয়েছে, রমজানের শুরুর দিকে আবুধাবির তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই সময় উত্তর গোলার্ধের শীতের প্রভাব থাকবে। তবে মাসের শেষে বসন্তের আবহে তাপমাত্রা বাড়বে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

ইব্রাহিম আল জারওয়ান আরও জানান, রমজান মাসজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এ সময়ে প্রায় ১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা আমিরাতের স্বাভাবিক মৌসুমি গড়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com