রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

রুমায় সরকারি বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানের রুমা উপজেলায় ১নং পান্দুই ইউনিয়নের জুভারণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের৷ বাউন্ডারি ওয়াল নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তি ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রুমা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) ২০২৪-২০২৫ অর্থবছরে জুভারণ পাড়া সরকারি প্রাথমি বিদ্যালয়ের চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের দরপত্র প্রক্রিয়া শেষে ১৬ লক্ষ টাকার চুক্তিতে যৌথভাবে প্রকল্পটির নির্মাণ কাজ পায় যমুনা কনট্রাকশন নামের প্রতিষ্ঠান।

সরজমিনে গিয়ে দেখা যায়, সিডিউল অনুযায়ী প্রকল্পের কাজ হচ্ছে না। নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহার করা হচ্ছে। বাউন্ডারী ওয়ালের গ্রিল ডিজাইন অনুসারে হচ্ছে না। যেনতেনভাবে কাজ করায় প্রকল্পটির স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়রা জানান, একই ঠিকাদার পলিকা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী ওয়ালের নির্মাণকাজেও অনিয়ম করেছেন। এভাবে চোখের সামনে অনিয়ম মেনে নেওয়া যায় না।

জুভারণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হ্লাচিংমং মারমা বলেন, কাজের সাইটে ঠিকাদার কিংবা এলজিইডি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসেন না। শ্রমিকদের একাধিকবার অনিয়ম করতে নিষেধ করা হয়েছে। তারপরও অনিয়ম করে যাচ্ছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অফিসে গিয়ে কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।

অনিয়মের অভিযোগ অস্বীকার করে নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধি মিস্ত্রি বলেন, সিডিউল অনুযায়ী কাজ তো হবে না।

এ প্রসঙ্গে এলজিইডির রুমা উপজেলা উপঃ সহকারীর প্রকৌশলী শ্রীঃ বিদ্যুচরণ ধর কে একাধিক কল করলে কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com