বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

রাবিতে স্বজন সপ্তাহের প্রথম দিন উদযাপিত

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন স্বজন এর উদ্যোগে ৪ দিন ব্যাপী ‘স্বজন সপ্তাহ’ এর প্রথম দিন উদযাপিত হয়েছে। ১১ ফেব্রুয়ারী রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে স্বজন সপ্তাহের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপ-প্রধান চিকিৎসক নাদিরা বেগম। এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপ-উপাচার্য চৌধুরি সারওয়ার জাহান, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজাউল করিম সহযোগী অধ্যাপক মাসুদুল হাসান খান, ইতিহাস বিভাগের অধ্যাপক ময়েজুল ইসলাম প্রমুখ। এতে ব্লাড গ্রুপিং ও সদস্য সংগ্রহ করা হয়।
উল্লেখ্য, ২০০২ সালের ১২ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এরপর থেকে তারা মুমূর্ষ রোগীদের বিনামূল্যে রক্ত সরবরাহের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com