বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ^বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নিয়ে ইতিহাস ও ফোকলোর বিভাগের চলমান দ্বন্দ্বে মানববন্ধন করেছে ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা। ১১ ফেব্রুয়ারী রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে বিভাগটির শিক্ষক-শিক্ষিকাদের লাঞ্চনা করা হয়েছে। দেওয়া হয়েছে মেয়েদের অপহরনের হুমকিও। নিয়মিত ইভটিজিংয়ের শিকার হচ্ছেন তারা। এদিকে মানববন্ধন থেকে ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা সাবেক গ্যালারী ফেরতের দাবি জানিয়ে ক্লাস বর্জনের হুমকি দেয়। এসময় বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।