সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
আবু বকর অন্তু, রাবি: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৮৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার দুপুর সাড়ে ১২টায় দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে মঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভপতি মিজানুর রহমান সিনহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাদ্দাম হোসাইন, চঞ্চল কুমার অর্ক, যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান খান নাহিদ, সাব্বির হোসেন প্রমুখ ।