বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

রাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রাবি প্রতিনিধি::

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ন্যায় এবারো দ্বিতীয়বার ভর্তির সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বিভিন্ন কারণে অনেক আসন ফাঁকা থাকে। দ্বিতীয় বার ভর্তির সুযোগ দিলে ফাঁকা আসনগুলোতে যোগ্য শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। তাছাড়া ২০১৮-১৯ শিক্ষাবর্ষে দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী দ্বিতীয়বার ভর্তির সুযোগ পেয়েছে। তাহলে আমরা কেন এই সুযোগ থেকে বঞ্চিত হবো?

তারা আরও বলেন, প্রত্যেক মেধাবী শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ তালিকায় থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। অনেক সময় কোন কারণে পারিবারিক বিপর্যয়, অসুস্থ, কিংবা দুর্ঘটনার কারণে একজন মেধাবী শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারেনা। ফলে তাঁর স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। তাহলে কেন তারা এই উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবে? এসময় মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন।

এদিকে মানববন্ধন শেষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ভিসি বরাবর একটি স্মারকলিপি দিয়েছে তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com