বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগ সভাপতি আলমগীর সরকারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভান্ডারা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্র জানায়, দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট–২থ অভিযানের অংশ হিসেবে রাণীশংকৈল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রাতেই ঠাকুরগাঁও আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়ভাবে আলমগীর সরকার নানা বিতর্কিত কর্মকােন্ডর জন্য আলোচিত ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ক্ষমতার দাপট দেখিয়ে একাধিকবার সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একাধিক সূত্রে জানা যায়, একবার তিনি এক সাংবাদিকের শার্টের কলার ধরে হুমকি দেন।
এছাড়া ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি পৌরসভার সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় এক স্থানীয় সাংবাদিককে হত্যার হুমকি দেন তিনি। ওই সময় ইউএনও কার্যালয় ঘেরাও করে বক্তব্যে তিনি বলেন, একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করা হবে- তোমার মতো সাংবাদিককে শায়েস্তা করতে। তার এই বক্তব্য দেশব্যাপী সমালোচনার জন্ম দেয়।
রাজনৈতিক জীবনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেও বিতর্কে জড়ান আলমগীর সরকার। ২০২১ সালে দলের নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। পরে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলে তিনি আবার যুবলীগ সভাপতির পদ ফিরে পান।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আলমগীর সরকারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।