বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলার খুনিয়াদিঘীতে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, পঃপঃ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন, এনসিপির উপজেলা আহ্বায়ক শাহাজাহান আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।