শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ন

রাণীশংকৈলে জমি দখলে অভিনব কৌশল

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ভুকুরগাঁও গ্রামে ক্ষমতার দাপটে প্রকাশ্যে জমি দখলের অভিযোগ উঠেছে একই গ্রামের ইব্রাহিম পরিবারের বিরুদ্ধে। গভীর রাতে ধান কেটে নেওয়া এবং দিনের আলোয় লোকদেখানো খড় কাটার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

গত শনিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুকুরগাঁও গ্রামের কলেন চন্দ্র রায় প্রায় ৩০ বছর আগে ১২৬ নম্বর খতিয়ান ও ১০৬ নম্বর দাগের ৮৩ শতক জমি ক্রয় সূত্রে ভোগ দখলে নিয়ে চাষাবাদ করে আসছিলেন। কিন্তু ২০২৫ সালের আগস্ট মাসে একই গ্রামের কসির উদ্দীন, আব্দুর রহিম, রশিদ, মাসুদ, রুহমান ও উসমান আলীর পরিবারভুক্ত কয়েকজন ক্ষমতার দাপটে ওই জমিতে জোর করে আমন ধানের চারা রোপণ করে।

এ ঘটনায় কলেন চন্দ্র রায় আদালতে মামলা দায়ের করেন। তবে মামলা চলমান থাকা সত্ত্বেও গত শনিবার গভীর রাতে প্রতিপক্ষরা জমির ধান কেটে নিয়ে যায়। পরদিন সকালে লোকদেখানোভাবে খড় কাটতে দেখা যায় তাঁদের।

কলেন চন্দ্রের স্ত্রী প্রভা রানী কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই জমি আমার স্বামী ৩০ বছর আগে কিনেছিলেন। আমরা চাষ করি, ফসল ফলাই। কিন্তু হঠাৎ করেই ক্ষমতাবানদের দাপটে তারা জোর করে ধান লাগায়। পরে রাতের আঁধারে ধান কেটে নিয়ে যায়। এই জমির চিন্তায় আমার স্বামী স্ট্রোক করে মারা গেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক ও শামসুল নিহার জানান, আমরা বহু বছর ধরে দেখে আসছি জমিটি কলেনের দখলে। গত ১৫ বছর ধরে আমাকেই খালাসি হিসেবে জমিটা চাষ করতে দিয়েছেন। কিন্তু এবার তারা জোর করে ধান লাগায় এবং দুই দিন আগে রাতে সেগুলো কেটে নিয়ে যায়।

অভিযুক্ত কসির উদ্দীন জমিতে রাতের বেলায় ধান কাটার বিষয়টি স্বীকার করে বলেন, কলেন এক অংশের মালিক, আমরা তিন অংশের মালিক। তাই আমরা জমি দখল করেছি। এ নিয়ে আদালতে মামলাও চলছে।

জমি দখল নিয়ে উত্তেজনা ও আইনি প্রক্রিয়া চলমান থাকায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগী পরিবার দাবি করছে, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না এলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com