শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের রাজিবপুরে নির্মাণাধীন ভবনের ছাঁদ থেকে পড়ে জামান মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাসিন্দা।
জানা গেছে, বুধবার বিকালে রাজিবপুর উপজেলা পরিষদের নির্মাণাধীন ৩ তলা ভবনের ছাঁদ থেকে পড়ে গুরুত্বর আহত হন শ্রমিক জামাল মিয়া। পরে তাকে উদ্ধার করে মূমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।