বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি::
সরকারী কোষাগার থেকে পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানীভাতা ও কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন চালুর দাবীতে দুই দিনের কর্ম বিরতি পালন করছে রাজবাড়ী পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।
আজ সোমবার (১ জুলাই) সকাল ৯টা থেকে বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন করছে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।
কর্মবিরতি চলাকালে বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী পৌরসভার সচিব মোঃ হেমায়েত উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রাজবাড়ী পৌর কর্মচারী সংসদের সভাপতি নাজিমুদ্দিন মিয়া পলাশ, সাধারন সম্পাদক আব্দুর রব প্রমুখ বক্তব্য দেন।