রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু ফ্যাসিবাদের সময় যারা খুন-গুমের শিকার হয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না: তারেক রহমান কেরানীগঞ্জে মা-মেয়ে খুন: ঋণের কিস্তি নিয়ে বিরোধে হত্যাকাণ্ডের পর ২১ দিন লাশ দুটি ফ্ল্যাটে রেখে বসবাস “মাদক ধরলেই আপনি বাধা দেন” কেরানীগঞ্জে বিএনপি নেতার সঙ্গে ডিবি পুলিশের বাকবিতণ্ডা দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তনের কথা জানাল ইসি মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি প্রার্থিতা ফিরে পেতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে, একই পরিবারের ১৪ জন নিহত

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ী প্রতিনিধি:: রাজবাড়ীর সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় এলাকা থেকে ৩৭০ পিস ইয়াবাসহ মোঃ ফারুক শেখ (৩০) ও মোঃ হীরু প্রামাণিক (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহস্যরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সুত্রে জানা যায়, সোমবার রাত ১২টার দিকে সদর উপজেলার আজিজ খান সুপার মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

মাদক নিয়ন্ত্রণ রাজবাড়ীর উপ-পরিচালক মোঃ রাজিব মিনা জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় গোয়ালন্দ উপজেলার পৌরসভার জামতলার মৃত. আপ্তার শেখের ছেলে মোঃ ফারুক শেখ (৩০)কে ৩০০ পিস ও দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার মোঃ মোশারফ হোসেন ছেলে মোঃ হীরু প্রামাণিক (২৪)কে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এ ব্যাপারে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com