বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

রাজবাড়ীতে সেনা-পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

রাজবাড়ীতে সেনা-পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি:: রাজবাড়ী সদর উপজেলার নয়নদিয়া গ্রামে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও একটি চাইনিজ কুড়ালসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ মে) রাত ৪টা ৫ মিনিটে রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে নয়নদিয়া গ্রামের দুইজন আসামির বাড়ির আশপাশে অবস্থান নেন।

পরে রাজবাড়ী থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সেখানে পৌঁছে সেনা সদস্যদের সঙ্গে যৌথভাবে অভিযান চালান। অভিযানে গ্রেফতার হন মো. সাইদুর রহমান সাঈদ (৪৫), পিতা মৃত মেছের মণ্ডল এবং মো. সবুজ মণ্ডল (৪০), পিতা মৃত কাশেম মণ্ডল; উভয়ের বাড়ি নয়নদিয়া গ্রামে।

আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে জনৈক মাসুম মেম্বারের বাড়ির পেছনের বাগানের একটি পাটকাঠির গাদা থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল (যার গায়ে লেখা আছে “MADE IN USA NO 20”), একটি লোহার ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং একটি চাইনিজ কুড়াল। অস্ত্র ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনের ১৮ নম্বর মামলা (তারিখ: ১০ মে ২০২৫; ধারা: 19A/19(f)/19(a), The Arms Act, 1878) দায়ের করা হয়েছে। আসামিদের যথাযথ আইনগত প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com