বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:০০ অপরাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি:: রাজবাড়ীর গোয়ালন্দে মাটিবাহী ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর ভাই নিহত হয়েছেন।
বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মোকবুলের দোকান এলাকাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজবাড়ী সদর থানার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম মমিন (৩২) ও সাইফুল ইসলাম ওরফে সুমন (২৭)।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ওই দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারী (হেলপার) পালিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে বলে জানান তিনি।